আগামী তিন মাস দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ১ থেকে ৩টি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।
এতে জুলাই মাস এবং আগামী তিন মাসের জন্য দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসে দেশের সর্বত্র স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্র বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া ১ থেকে ২টি মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
তিন মাসের আবহাওয়া বার্তায় অধিদপ্তর জানিয়েছে, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১ থেকে ৩টি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
এ সময়ে দেশে বিচ্ছিন্নভাবে ৩ থেকে ৫টি মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চলে লঘুচাপের উৎপত্তি হতে পারে। ৫ থেকে ৬টি সম্ভাব্য লঘুচাপের মধ্যে ১ থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
কীভাবে তৈরি হয় লঘুচাপ?
লঘুচাপ তৈরি হয় যখন কোনো নির্দিষ্ট এলাকায় বাতাসের চাপ আশপাশের চেয়ে কমে যায়। এই চাপ হ্রাসের ফলে আশপাশের এলাকা থেকে বাতাস এসে ওই কেন্দ্রে একত্রিত হয় এবং ওপরে উঠে গিয়ে ঠান্ডা বায়ুর সঙ্গে মিশে ঘন মেঘ তৈরি করে।
এর ফলেই সৃষ্টি হয় বৃষ্টিপাত। এ ধরনের লঘুচাপ যদি আরও শক্তিশালী হয়ে পড়ে, তাহলে এটি নিম্নচাপে রূপ নেয় এবং ক্রমে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
লঘুচাপের ফলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ভারী বৃষ্টি শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। এ ছাড়া বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়ার আশঙ্কা থাকে।
আপনার মতামত লিখুন :