ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৫:২৩ পিএম
ফাইল ছবি

দেশের দক্ষিণাঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কিছু অংশে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত কয়েকদিন ধরেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে নদী ও খাল-নালার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব অঞ্চলে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে বলেও জানানো হয়েছে।