ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১১:৩০ এএম
ফের বৃষ্টি হতে পারে। ছবি- সংগৃহীত

আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আগামী চারদিনের মধ্যে এই বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার মধ্যে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদ-নদীগুলোর পানির স্তর কিছুটা বেড়ে যেতে পারে। ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

তবে ওইদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।