বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থলে উঠে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে। এটি এখন একটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘নিম্নচাপটি সকাল ৬টার দিকে দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। ফলে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ‘আজ রাতের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হতে পারে। তবে তা সারা দেশে একটানা হবে না।’
এ ছাড়াও আগামীকাল (২০ আগস্ট) থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তা কমপক্ষে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, যার পরিমাণ ছিল ৮৯ মিলিমিটার।
এদিকে আজ রংপুর, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া, দেশের তাপমাত্রা আজ সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।