ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকার আহ্বান

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১২:৪৩ এএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি- সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২০ আগস্ট) দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) থেকে শুরু করে টানা পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলে পাহাড়ি ঢল বা জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



শনিবার (২৩ আগস্ট) থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে স্যাঁতসেঁতে ও ভেজা পরিবেশে। রোববারেও একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

এদিকে, টানা ভারী বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সম্ভাবনা থাকায় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।