বঙ্গোপসাগরের উত্তরপশ্চিম অংশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে। তবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় আছে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ ঝড়বৃষ্টির প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে সংস্থাটি জানায়, আগামী তিন দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ২৮ আগস্ট (বৃহস্পতিবার) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। ২৯ আগস্ট (শুক্রবার) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিসের এই সতর্কতামূলক তথ্য দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় বার্তা হিসেবে গুরুত্ব বহন করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন