শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৪৯ এএম

দুর্গাপূজায় সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৪৯ এএম

বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী। ছবি- সংগৃহীত

বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী। ছবি- সংগৃহীত

দুর্গাপূজায় সারা দেশে ভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী বুধবার (১ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে।

বাংলাদেশসহ কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে এই পূর্বাভাস দেন।

তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।’

দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি উপভোগ করবেন। কিন্তু এই সময়েই বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

মোস্তফা কামাল পলাশ কৃষকদের সতর্ক করে বলেন, ‘শীতকালীন শাকসবজির বীজ লাগানোর পরিকল্পনা থাকলে অন্তত ৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন। কারণ টানা ভারি বৃষ্টি বীজ নষ্ট করতে পারে।’

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হলে তা নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে দুর্গাপূজা ছুটিতে যাতায়াত ও উৎসবের পরিকল্পনা থাকলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!