লঘুচাপের পূর্বাভাসে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে সারা দেশে বৃষ্টিপাত বাড়বে, যা অব্যাহত থাকতে পারে ৪ বা ৫ অক্টোবর পর্যন্ত।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পূবালী ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বছরের এ সময়ে এ ধরনের আবহাওয়া অস্বাভাবিক নয়।
তিনি বলেন, ‘বুধবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ তৈরি হলে পূর্ব দিক থেকে মেঘ প্রবাহিত হবে, এতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ৫ অক্টোবরের পর থেকে বৃষ্টি কমতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, মঙ্গলবার ঢাকায় বিকেলে প্রবল বর্ষণ হলেও দেশের বেশিরভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। বিকেল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ১১টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৬৮ মিলিমিটার, রাজশাহীতে ৩৯ মিলিমিটার এবং বগুড়ায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল বুধবার থেকে ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বহু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে বুধবার থেকে বৃষ্টি বাড়ার কারণে দেশের সর্বত্র দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন