ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শৈত্যপ্রবাহ নিয়ে বিশেষ পূর্বাভাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
শৈত্যপ্রবাহের কবলে জনজীবন। ছবি- সংগৃহীত

দেশের উত্তরের বিভিন্ন জেলারগুলোতে হিম বাতাস জানান দিচ্ছে, দিচ্ছে শীত আসছে। চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।

এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তরের জেলাগুলোতে শীত বেশ গুছিয়ে নেমে এসেছে। শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামত। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে।

বিডব্লিউওটি জানায়, চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারা দেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো তাপমাত্রা কমবে না। হিম শীতল মিষ্টি ঠান্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।