মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:৩৪ পিএম

‘প্রেমের দায়ে’ চাকরি হারালেন নেসলের সিইও

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:৩৪ পিএম

নেসলের সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেইক্স। ছবি- সংগৃহীত

নেসলের সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেইক্স। ছবি- সংগৃহীত

সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে হঠাৎ করেই তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেইক্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে অর্থাৎ অধীনস্থ এক কর্মকর্তার সঙ্গে গোপন প্রেমের সম্পর্কে জড়িত থেকে তিনি নেসলের ব্যবসায়িক নীতিমালা ভঙ্গ করেছেন।

নেসপ্রেসো কফি ক্যাপসুল ও কিটক্যাট চকলেটসহ জনপ্রিয় পণ্যের নির্মাতা নেসলে জানিয়েছে, তদন্তের ফলের ওপর ভিত্তি করেই পরিচালনা পর্ষদ দ্রুত পদক্ষেপ নেয়। বোর্ড সদস্যরা নেসপ্রেসোর সিইও ফিলিপ নাভ্রাটিলকে নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, ‘লরেন্ট ফ্রেইক্সের বিদায় একটি তদন্তের ফল। নেসলের নৈতিকতা ও ব্যবসায়িক আচরণবিধি আমাদের কাছে অটল, তাই এই সিদ্ধান্ত অনিবার্য ছিল।’

চেয়ারম্যান পল বুলকে ও পরিচালক পাবলো ইসলা পুরো তদন্ত প্রক্রিয়া তদারকি করেন, যেখানে বাইরের আইনি পরামর্শকেরাও যুক্ত ছিলেন। চেয়ারম্যান বুলকে স্পষ্ট করে বলেছেন, ‘এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ ও সুশাসন আমাদের প্রতিষ্ঠানের ভিত্তি। আমরা লরেন্টের দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞ।’

লরেন্ট ফ্রেইক্স নেসলের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় চার দশক ধরে। তিনি ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলে ক্যারিয়ার শুরু করেন। পরে ইউরোপীয় বাজারে দীর্ঘসময় নেতৃত্ব দেন এবং ২০০৮ সালের সাবপ্রাইম সংকট ও ইউরো জটিলতার সময় প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এরপর লাতিন আমেরিকায় কোম্পানির কার্যক্রম পরিচালনা করেন এবং সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের সেপ্টেম্বরে সিইও পদে উন্নীত হন। তার দায়িত্ব ছিল বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও ভোক্তাদের খরচ কমানোর প্রবণতার মধ্যেও নেসলের বিক্রিকে টেকসই রাখা।

তবে সাম্প্রতিক বছরগুলো কোম্পানির জন্য ভালো যাচ্ছিল না। নেসলের শেয়ারদর গত বছর প্রায় এক-চতুর্থাংশ কমে যায়। সুইজারল্যান্ডে বিষয়টি বড় উদ্বেগের জন্ম দেয়, কারণ দেশটির অনেক পেনশন ফান্ড নেসলে শেয়ারে বিপুল বিনিয়োগ করেছে। ফলে কেবল নেতৃত্বের সংকট নয়, আর্থিক স্থিতিশীলতাও এখন কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নেসলের বৈচিত্র্যময় পণ্যের তালিকায় রয়েছে নেসপ্রেসো কফি, কিটক্যাট চকলেট বার, পিউরিনা কুকুরের খাবার, ম্যাগি কিউব, গারবার শিশু খাদ্য এবং নেস্কুইক চকলেট স্বাদের পানীয়। এই ব্র্যান্ডগুলোর সুনাম দীর্ঘদিন ধরে নেসলেকে শীর্ষ খাদ্য প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র: এনডিটিভি

Link copied!