ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের উষ্ণ সম্পর্কের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কপন্থি উপদেষ্টা পিটার নাভারো।
সোমবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ বৈঠকে তিন নেতার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে নাভারো বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা মোদিকে বিশ্বের সবচেয়ে বড় দুই কর্তৃত্ববাদী—পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে এক মঞ্চে দেখা লজ্জাজনক।’
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা নাভারো আরও বলেন, “ভারতের তো দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে ‘কোল্ড ওয়ার’ চলছে, কখনো কখনো তা উত্তপ্ত সংঘাতেও রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে মোদির এমন অবস্থান কোনোভাবেই বোধগম্য নয়।”
তিনি আশাপ্রকাশ করে বলেন, ‘ভারতীয় নেতার উচিত হবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের পাশে দাঁড়ানো—রাশিয়ার নয়।’
উল্লেখ্য, সম্প্রতি ভারতকে নিয়ে একাধিক উসকানিমূলক মন্তব্যের কারণে নাভারো আলোচনায় উঠে এসেছেন। তিনি ভারতকে কখনো বলেছেন ‘ট্যারিফের মহারাজা’, কখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে অভিহিত করেছেন ‘মোদির যুদ্ধ’ বলে। সর্বশেষ রোববার তিনি দাবি করেন, ভারতের ব্রাহ্মণরা সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে মুনাফা করছেন।
এদিকে, সোমবার মার্কিন দূতাবাস এক পোস্টে জানিয়েছে, ভারতের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। দূতাবাস আরও লিখেছে, ‘উদ্ভাবন ও উদ্যোগ থেকে শুরু করে প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্ক—দুই দেশের জনগণের অটুট বন্ধুত্বই এই যাত্রাকে এগিয়ে নিচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন