বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ওপর পাপারাজ্জিদের চাপ কোনো নতুন বিষয় নয়। ২০২৩ সালে নিজের বাড়িতেই ছবি তোলার ঘটনায় রেগে ওঠার পর থেকে বারবারই তিনি ফটোশিকারিদের অতিরিক্ত আচরণের বিরোধিতা করেছেন।
সম্প্রতি ফের একবার ঘটলো এমনই ঘটনা। সূত্রের খবর, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক তখনই ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। পাপারাজ্জিদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।
ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের উদ্দেশ্য করে আলিয়া বলছেন, ‘গেটের ভিতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।’ তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি।
সেই সময় আলিয়া বলেন, ‘আপনারা এখনও কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নেটিজেনরা আলিয়ার এই প্রতিক্রিয়ার পক্ষে মত দিয়েছেন, এবং অনেকেই তার ব্যক্তিগত সীমার সম্মান করার আহ্বান জানিয়েছে।