যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কূটনীতিক সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত ঘোষণায় জানায়, তার মেয়াদ পূর্ণ করার পর ১৭ জানুয়ারি তিনি অব্যাহতি নেন। সেখানে আরও উল্লেখ করা হয়, ডোনাল্ড লুর মেয়াদ ১৭ জানুয়ারি, ২০২৫-এ শেষ হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, স্পষ্টতই ডোনাল্ড লু`র মেয়াদ পূর্ণ করার পরই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে বরখাস্ত করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নতুন ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র দপ্তরের সব সিনিয়র কর্মকর্তা, সহকারী এবং ডেপুটি সেক্রেটারিদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক মিশন বাস্তবায়নের জন্য নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
কূটনীতিক হিসেবে ডোনাল্ড লু দায়িত্ব পালনের সময় ‘সাইফার বিতর্ক ’ নামে পরিচিত একটি ঘটনার জন্য বিশেষভাবে স্মরণীয়। ২০২২ সালের মার্চ মাসে বিতর্কের মধ্যে পড়েন যখন ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি ‘বিদেশি ষড়যন্ত্র ’পরিচালনার অভিযোগ তোলেন। ইমরান খানের অভিযোগ, ডোনাল্ড লু এ ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নেড়েছেন।
গত বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসেন ডোনাল্ড লু। সে সময় লুর বাংলাদেশ সফর নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস বিবৃতিতে বলেছিল, ‘সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলা, কর্মশক্তি বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতার উন্নতি, জলবায়ু সংকট মোকাবিলা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।’
                                    
ডোনাল্ড লুর সেই সফরের আগে, জানুয়ারি মাসের ৭ তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল ২০২৩ সালে ২২ সেপ্টেম্বর। ওই নিষেধাজ্ঞা ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হবেন, তাদের জন্য। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব-পুলিশের ১০ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দুদিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
এর আগে ২০২৪ এর ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 
                             
                                    -20240914105600.jpg)
-20240915062051.jpg)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন