ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইতোমধ্যে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত বিমানটি থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে, বিমানটির ৬৪ জন আরোহীর সবাই মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

এদিন বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিএসএ এয়ারলাইনসের ফ্লাইটটিতে ৬৪ জন আরোহী ছিলেন, যার মধ্যে চারজন ক্রু সদস্যও ছিলেন। অন্যদিকে, হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

উদ্ধার তৎপরতা শুরু হয় দুর্ঘটনার পরপরই। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ, মার্কিন সামরিক বাহিনী এবং অন্যান্য সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পোটোম্যাক নদীতে পতিত হয়, এবং বর্তমানে সেখানেই উদ্ধার কাজ চলছে।

এদিকে, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করেছে।