ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন সতর্ক করে বলেছেন যে, এখন ইরানের সঙ্গে যুদ্ধ হবে আত্মঘাতী। আর এ যুদ্ধে যদি কোনো রাষ্ট্র ইরানের পক্ষে সমর্থন করে, সে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হয়?
মঙ্গলবার (৮ এপ্রিল) এক্স-এ এক পোস্টে কার্লসন বলেছেন, ‘আমেরিকা এমন যুদ্ধ করতে চায় না, যে যুদ্ধে হাজার হাজার আমেরিকান মারা যাবে।’
তিনি আরও জানান, শুল্ক সম্পর্কে যাই ভাবুন না কেন, এটি স্পষ্ট যে, ইরানের ওপর সামরিক হামলার জন্য এখন আমেরিকার জন্য সবচেয়ে খারাপ সময়।
কার্লসন এ পোস্টে আরও বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণের পর যে যুদ্ধ শুরু হবে তাতে আমেরিকার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। তবুও আমরা যেন এই যুদ্ধের আরও কাছাকাছি চলে এসেছি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে, বিশেষ করে যখন ট্রাম্প সতর্ক করেন যে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানায়, তাহলে তার বিরুদ্ধে ‘বোমাবর্ষণ’ করা হবে।
ইরান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের পর থেকে সরাসরি আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।
তবে, শনিবার ওমানে উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা তেহরান ও ওয়াশিংটন উভয়ের জন্য একটি ‘পরীক্ষা’ এবং ‘সুযোগ’ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানায় বিশ্লেষকরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন