বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘুরা। জেলায় জেলায় বিক্ষোভ ছবি। কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেললাইনে নেমে ট্রেন আটকানো, কোথাও আবার বিক্ষোভ দমনে পুলিশ, বিএসএফের গুলিবর্ষণের মতো ঘটনা ঘটে। এ নিয়ে জনতাকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সবার কাছে আবেদন। সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
তিনি লেখেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি- আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?
তবে দাঙ্গায় উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দেই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তবর্তী মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা। জায়গায় জায়গায় পথে নেমে বিক্ষোভে শামিল হয়েছেন সংখ্যালঘুরা।

 
                            -20250412162409.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন