ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৬০ জনের বেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে এসব হামলা চালানো হয়।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও চিকিৎসকরা জানিয়েছেন, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলের বোমা হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৯৭৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ২০৭ জন মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।
গাজা সরকারের মিডিয়া অফিস সর্বশেষ হালনাগাদ তথ্যে বলেছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে।
এছাড়া, ১৮ মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ২৪৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।