ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

জেরুজালেমে ভয়াবহ দাবানল, বিপদে ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:৩১ পিএম
জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

জেরুজালেমের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে ‘বিপদে’ রয়েছে ইসরায়েল সরকার। 

পবিত্র এ শহরের উপকণ্ঠে লাগা আগুন নেভাতে গ্রিস, সাইপ্রাস, ইতালি ও ক্রোয়েশিয়ার কাছে সহায়তা চেয়েছে তেল আবিব।

গত এক সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো বড় ধরনের অগ্নিকাণ্ড। এর ফলে বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার (৩০ এপ্রিল) নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন এবং নাচশন এলাকা খালি করে দেওয়া হয়।

দাবানলের কারণে হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়, বহু গাড়িচালক যানবাহন ছেড়ে পায়ে হেঁটে নিরাপদ স্থানে যান। ধোঁয়ায় শ্বাসকষ্টে ভোগা আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রচণ্ড গরম ও ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। এখন পর্যন্ত পাঁচটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জেরুজালেমে আগুন নেভাতে একটি অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।

তবে ইসরায়েল এখনো সেই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। অতীতে ফিলিস্তিনি অগ্নিনির্বাপণ কর্মীরা ইসরায়েলের বড় আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছিলেন।

লোকজনকে সচিয়ে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি পরিস্থিতির আপডেট পাচ্ছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।