জরাজীর্ণ অর্থনীতির দেশ পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ। তবে পাকিস্তান যেন এই ঋণের অর্থ সহজে না পায়, সে চেষ্টা করছে ভারত।
সংবাদ মাধ্যম রয়টার্স ভারতের এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমরা সব বহুপক্ষীয় সংস্থাকে বলব, যেন তারা পাকিস্তানকে দেওয়া ঋণ ও সহায়তা পর্যালোচনা করে।’
এ ছাড়াও পাকিস্তানকে কূটনৈতিক ঝুঁকিতে ফেলতে ইতোমধ্যেই বহু দেশ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে ভারত। পাকিস্তানকে দেওয়া ঋণ ও আর্থিক সহায়তা দেওয়ার আগে যেন পুনর্মূল্যায়ন করে দেশ ও সংস্থাগুলো।
তবে পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররম শেহজাদ বলেন, ‘আমাদের আইএমএফ কর্মসূচি সম্পূর্ণ সঠিক পথে আছে।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক মূল্যায়ন ইতিবাচক হয়েছে এবং আমরা পুরোপুরি সঠিক পথে আছি। আমরা ওয়াশিংটনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৭০টি বৈঠক করেছি। পাকিস্তানে বিনিয়োগে আগ্রহ অনেক বেশি।’
উল্লেখ্য, ২০২৪ সালে পাকিস্তান আইএমএফের কাছ থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পেয়েছে এবং চলতি বছরের ১ মার্চ নতুন করে দশমিক তিন বিলিয়ন ডলারের জলবায়ু সহনশীলতা ঋণ পেয়েছে।
সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :