মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:১৬ এএম

দুই পরমাণু শক্তিধর দেশকে সংযত হতে বললেন গুতেরেস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:১৬ এএম

দুই পরমাণু শক্তিধর দেশকে সংযত হতে বললেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

কাশ্মীরে বড় ধরনের সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ মে) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান এখন এমন এক পর্যায়ে আছে, যেখান থেকে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এটা খুবই বিপজ্জনক অবস্থা। আমি দুই দেশকেই অনুরোধ করছি যেন তারা শান্ত থাকে এবং উত্তেজনা না বাড়ায়।’

তিনি আরও বলেন, ‘যদি এখন যুদ্ধ শুরু হয়, তাহলে গোটা অঞ্চলে বড় বিপর্যয় নেমে আসবে।’

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ পর্যটকদের ওপর গুলি চালায়। এতে অন্তত ২৬ জন নিহত ও অনেকেই আহত হন। 

এটি ছিল ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

এ হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু নদ-চুক্তি স্থগিতসহ নানা কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে আকাশ ও স্থলপথের যোগাযোগ বন্ধ করে দেয় এবং দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনাবাহিনীকে যে কোনো সময় ‘জবাব দিতে’ প্রস্তুত থাকতে বলেছেন। অন্যদিকে পাকিস্তান সরকারও সেনাবাহিনীকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের নির্দেশ দিয়েছে।

সব মিলিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে, আর এই কারণেই জাতিসংঘ তাদের শান্ত থাকার জন্য বলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!