সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাফজয়ী ১৮ নারী ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ আনেন। পিটার বাটলার দায়িত্বে থাকলে তারা খেলবেন না এমন দাবিও করেছিল নারী ফুটবলাররা। যদিও শেষ পর্যন্ত সমঝোতায় এগিয়ে আসে আসে দু’পক্ষ।
বিদ্রোহ করা এই ১৮ ফুটবলারের সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, '১৮ ফুটবলার চুক্তি করেছে। ১০ জন ভুটানে গেছেন লিগ খেলতে, তারা ওখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছেন।’
জানা গেছে, কিছু কিছু ফুটবলারের বেতন বাড়ানো হয়েছে। এদের মধ্যে কয়েকজন ফুটবলারের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।
এক নজরে দেখে নিন ১৮ বিদ্রোহী নারী ফুটবলারের বেতন:
| নাম | বেতন |
| রূপনা চাকমা | ৫৫ হাজার |
| শিউলি আজিম | ৫৫ হাজার |
| শামসুন্নাহার (সিনিয়র) | ৫৫ হাজার |
| মনিকা চাকমা | ৫৫ হাজার |
| মারিয়া মান্দা | ৫৫ হাজার |
| ঋতুপর্ণা চাকমা | ৫৫ হাজার |
| তহুরা খাতুন | ৫৫ হাজার |
| শামসুন্নাহার (জুনিয়র) | ৫৫ হাজার |
| সানজিদা আক্তার | ৫৫ হাজার |
| সাবিনা খাতুন | ৫৫ হাজার |
| নিলুফা ইয়াসমিন নিলা | ৫৫ হাজার |
| কৃষ্ণা রানী সরকার | ৫৫ হাজার |
| মাসুরা পারভিন | ৫৫ হাজার |
| মোসাম্মাৎ সাগরীকা | ৩০ হাজার |
| সুমাইয়া মাতসুশিমা | ৩০ হাজার |
| সাথী বিশ্বাস | ২২ হাজার |
| স্বর্ণা রানী মণ্ডল | ২২ হাজার |
| নাসরিন আক্তার | ২০ হাজার |

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন