কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এ প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ভারতের ভূমিকার সমালোচনা করেছে।
৫৭টি মুসলিম দেশের জোট ওআইসি সোমবার (৫ মে) নিউইয়র্কে দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
ওআইসি জানিয়েছে, কাশ্মীর নিয়ে ভারতের ভিত্তিহীন অভিযোগই দক্ষিণ এশিয়ার উত্তেজনার প্রধান উৎস। সংস্থাটি আরও বলে,এমন অভিযোগ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।
বিবৃতিতে ওআইসি জানায়, তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে, কিন্তু কাশ্মীরিদের জন্মগত অধিকার থেকে বঞ্চিত রাখার নীতি মেনে নেওয়া যায় না।
সংস্থাটি মনে করে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, যা ভারতের দিক থেকে উপেক্ষিত হচ্ছে।
ওআইসি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে হামলার ঘটনার পর ভারত পাকিস্তানকে দায়ী করে বলেছে, হামলার সঙ্গে সীমান্ত পারাপার সংযোগ রয়েছে। তবে পাকিস্তান সেই অভিযোগ প্রত্যাখ্যান করে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছে।
আপনার মতামত লিখুন :