মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৯ জুলাই) বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া কোনো অগ্রগতি না দেখালে যুক্তরাষ্ট্র ১০ দিনের মধ্যে মস্কোর ওপর শুল্ক আরোপ ও অন্যান্য পদক্ষেপ নেওয়া শুরু করবে। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।
বুধবার (৩০ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে রাশিয়া এমন পদক্ষেপের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ নিষেধাজ্ঞার মধ্যে বসবাস করছি। আমাদের অর্থনীতি বহু ধরনের সীমাবদ্ধতার মধ্যেই পরিচালিত হচ্ছে, যে কারণে এমন পদক্ষেপের বিরুদ্ধে আমাদের মাঝে সুনির্দিষ্ট প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অথবা এই বিষয়ে অন্য আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আসা প্রতিটি বক্তব্য আমরা পর্যবেক্ষণ করছি।’
এদিকে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকিকে ‘নিয়মিত কাজ’বলে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এখনও বোঝেনি, এমন পদক্ষেপ ফলপ্রসূ হয় না, বরং পশ্চিমা অর্থনীতিরই ক্ষতি করে।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, ‘আমরা দেখছি, পশ্চিমা বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা ইস্যুটি কিছুতেই ছাড়তে পারছে না। তারা এক ধরনের স্থবির অবস্থায় আটকে আছে বলে মনে হচ্ছে।’
আপনার মতামত লিখুন :