নির্বাচিত সরকার ছাড়া কারও সংস্কার করার অধিকার নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ‘গণতন্ত্রে সংস্কারের অধিকার কেবল সেই সরকারই পেতে পারে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়।’ ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এই আলোচনায় রাজনৈতিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা এবং পিআর পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা প্রসঙ্গে মঈন খান বলেন, এ নিয়ে যারা দাবি তুলেছেন, তাদের উচিত জনমত জরিপ করা। জনগণ প্রচলিত পদ্ধতিই চায় নাকি নতুন কিছু চায়, তা বোঝা জরুরি।
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের এখন ‘এক্সিট প্ল্যান’ ভাবার সময় এসেছে। তারা যেভাবে সংস্কার করছে, পরবর্তী সরকার তাতে কতটা বৈধতা দেবে তা নিয়েও ভাবা দরকার।” তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া—যতটুকু না করলেই নয় ততটুকুই করা উচিত।
অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। এর মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও বর্তমানে তা সময়োপযোগী নয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন