নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন জানিয়েছেন, ১৬ বছরের নিচের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা করছে তার সরকার।
শিশুদের সুরক্ষা দিতে এবং সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ মে) তিনি বলেন, ‘আমাদের সন্তানদের নিরাপদ রাখতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকেও দায়িত্ব নিতে হবে।’
নতুন এই খসড়া আইনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর।
বয়স যাচাই করতে ব্যর্থ হলে কোম্পানিগুলোকে ২০ লাখ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি ১,৪৫,২০৭,১২২ টাকা) পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
এই প্রস্তাব অস্ট্রেলিয়ার সদ্য পাস হওয়া একই ধরনের আইনের আদলে তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এ ১৬ বছরের কম বয়সীদের ব্যবহার নিষিদ্ধ করেছে।
প্রধানমন্ত্রী লাকসন জানান, অভিভাবকরা আমাদের জানাচ্ছেন, তারা শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। তাই সরকারকেই পদক্ষেপ নিতে হচ্ছে।’
তবে এই প্রস্তাব কবে সংসদে তোলা হবে, তা এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সংসদের সব দল এই উদ্যোগকে সমর্থন দেবে।
লাকসনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টি তিন দলীয় জোট সরকারের প্রধান শরিক। আইনটি পাস করাতে হলে বাকি দুই দলকেও সমর্থন দিতে হবে।