ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দিদারুলের মৃত্যুতে সমবেদনা ডোনাল্ড ট্রাম্পের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিহত দিদারুল ইসলাম। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে। মাত্র সাড়ে ৩ বছর আগে নিউইয়র্ক পুলিশে যোগ দিয়েছিলেন তিনি। দিদারুলের মৃত্যুর ঘটনায় এবার সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৮ জুলাই) ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে এলোপাতাড়ি গুলি ছোড়েন বন্দুকধারী শেইন তামুরা। এতে দিদারুল ইসলামসহ আরও চারজন নিহত হন। হামলার পর আত্মহত্যা করেন তামুরা।

61870

ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন দিদারুল। মৃত্যুর সময়  দুই সন্তান এবং ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যান তিনি। ২০০৯ সালে সিলেটের মৌলভীবাজার থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিদারুল।

তার মৃত্যুতে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি গভীর শোকে মুহ্যমান। মৃত্যুসংবাদ শুনে তার বাবা মুহাম্মদ আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রঙ্কসের শান্ত এলাকায় দিদারুলের বাড়িতে সারা রাত ধরে মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস দিদারুলকে ‘নিউ ইয়র্ক সিটির গর্ব’ আখ্যা দেন। তিনি বলেন, দিদারুল নাগরিকদের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন।