ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, সার্জারি চালিয়ে গেলেন চিকিৎসক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:৩৭ পিএম
আরটির ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। সংগৃহীত

রাশিয়ার কামাচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল সেখানকার একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। কিন্তু ওই সময় রোগীর সার্জারিতে ব্যস্ত চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে কাজ চালিয়ে গেছেন, নিজেদের সুরক্ষা নিয়ে না ভেবে অপারেশনে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়। রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

আরটির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।

আরটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার (৩০ জুলাই) এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মূল আঘাতটি যখন এসেছিল তখন  চিকিৎসকরা অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি জানিয়েছে, সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদমুক্ত। চিকিৎসকদের এই পেশাদারিত্ব ও সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।