ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রথম ইউরোপ সফরে বৈঠকে বসছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আগামীকাল বুধবার ফ্যান্সে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর একদিন আগে সিরিয়া সীমান্তের অন্তর্গত জান্তা গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
মঙ্গলবার (৬ মে) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ‘স্বাধীন সিরিয়ার স্থিতিশীলতা, সার্বভৌম ও দেশটির সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করবেন ম্যাক্রোঁ। বুধবার আহমেদ আল-শারা প্রথম ইউরোপ সফর করবেন। এই বৈঠক শান্তি ও গণতন্ত্র চাওয়া সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকারের অংশ।’
গত ফেব্রুয়ারি মাসে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে আল-শারার সঙ্গে ফোনালাপ করেন এবং তাকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান ম্যাক্রোঁ।
২০২৪ সালের ৮ ডিসেম্বর আল-শারার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটনায়।
এরপর অন্তর্বর্তীকালীন ক্ষমতা গ্রহণ করেন আহমেদ আল-শারা। তবে সাম্প্রতিক সময়ে তিনি সিরিয়ার চরমপন্থি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন।