জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ভারত-পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, যুদ্ধ কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। তাই উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, এরই মধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।’
তিনি আরও লেখেন, এ ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারো জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।
এদিকে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এরই মধ্যে দুই প্রতিবেশী দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই। শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার পরামর্শ দিচ্ছি।’
প্রসঙ্গত, কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ২২ এপ্রিল হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেওয়ার পর এবার পাকিস্তানের ওপর হামলা চালাল ভারত।