পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাল্টা হামলায় ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
ভারতীয় বাহিনীর চালানো এ হামলাকে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি।
এ ছাড়া ভারতের প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এ হামলার সমর্থন জানিয়ে বলেছেন, এ সময়ের প্রয়োজনীয়তা হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি।
তিনি জানান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাসে হামলা হওয়ার পর থেকেই তার দল সীমান্ত অতিক্রম করে চালানো সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনী ও সরকারের সঙ্গে কোনো দ্বিধা ছাড়াই সমর্থন দিয়েছে।
প্রসঙ্গত, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :