ইসরায়েলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী সফলভাবে ২৫টি ইসরায়েলি-নির্মিত হারপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ভারতীয় ড্রোনগুলো বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে... এই নগ্ন আগ্রাসনের জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশই।
ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়ে থাকা এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
আপনার মতামত লিখুন :