রাজধানীর বহুতল ভবনে পরিচালিত রেস্টুরেন্টগুলোর অনুমতি, নিরাপত্তা ও নিয়ম-নীতি যাচাই করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, নির্ধারিত নিয়ম না মানলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার (৮ মে) ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত আমিন মোহাম্মদ ভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
অভিযানে রাজউকের সঙ্গে অংশ নেয় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশনসহ একাধিক সেবাদানকারী সংস্থা।
পরিদর্শনকালে বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নিপ্রতিরোধক সরঞ্জামের ঘাটতি, জরুরি নির্গমন পথের অভাবসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।
তবে অভিযানে কোনো রেস্টুরেন্টকে জরিমানা বা তাৎক্ষণিক শাস্তির আওতায় আনা হয়নি।
রাজউক চেয়ারম্যান আরও বলেন, আমরা চাইলে আজই এসব রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারতাম। কিন্তু এখনই তা করছি না। বরং সতর্ক করছি, যাতে তারা নিয়মের মধ্যে চলে আসে। মানুষের জানমালের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।
এ সময় রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান স্থপতি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন