শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:২৩ পিএম

পেহেলগামের উদাহরণ টেনে বিপাকে সনু, সিনেমা থেকে বাদ গেল গান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:২৩ পিএম

পেহেলগামের উদাহরণ টেনে বিপাকে সনু, সিনেমা থেকে বাদ গেল গান

জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম। ছবি-সংগৃহীত

বেঙ্গালুরুর এক কনসার্টে গানের অনুরোধ ঘিরে হঠাৎ-ই মেজাজ হারিয়েছিলেন বলিউড গায়ক সনু নিগম। এক তরুণ দর্শকের কন্নড় গানের আবেদনের প্রেক্ষিতে তিনি তুলনা টানেন ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে। 

এতেই ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্ষোভে ফেটে পড়ে কন্নড় ভাষাভাষী দর্শক ও চলচ্চিত্র অঙ্গনের একাংশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, শেষমেশ তারই গাওয়া গান বাদ দিতে বাধ্য হন কন্নড় সিনেমা ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’র নির্মাতারা।

একটি গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে নির্মাতারা বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, সনু নিগম খুব ভালো গায়ক। কিন্তু সম্প্রতি একটি কনসার্টে তিনি যেভাবে কন্নড় ভাষাকে অপমান করেছেন, তাতে আমরা সাইই বিরক্ত।’

তারা যোগ করেন, ‘সনু নিগমের এভাবে কন্নড় ভাষার অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। তাই আমরা গানটি ডিলিট করতে বাধ্য হলাম।’

‘মানসু হাডতাদে’ শিরোনামের এই গানটির সুর করেছেন মনোরাজ এবং কথা লিখেছেন যোগরাজ ভট্ট। 

সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে গানটি ব্যবহার করার কথা ছিল। সেই গানটিই এখন চুপিচুপি মুছে ফেলা হয়েছে সনুর ‘বিতর্কিত’ মন্তব্যের কারণে।

ঘটনার সূত্রপাত গত ২ মে বেঙ্গালুরুর একটি কলেজ কনসার্টে। সেখানে সনু নিগম স্টেজে ওঠার পরপরই এক তরুণ দর্শক উত্তেজিতভাবে কন্নড় গান গাওয়ার দাবি তোলেন। 

বিষয়টি নিয়ে বিরক্ত সনু বলেন, একজন ছেলে, যে আমার ক্যারিয়ারের বয়সেরও ছোট, সে আমাকে প্রকাশ্যে কন্নড় গান গাইতে বলছে একেবারে হুমকির সুরে। এটা ঠিক যেমনটা হয়েছিল পেহেলগামে। প্লিজ দেখে নিন, আপনার সামনে কে দাঁড়িয়ে আছে।

এ মন্তব্যের পরই প্রতিবাদে মুখর হন কন্নড়ভাষীরা। পরিস্থিতির চাপে পড়ে সনু শেষ পর্যন্ত ক্ষমা চান ইনস্টাগ্রামে।

তিনি লেখেন, সরি কর্নাটকা। আমার ভালোবাসা আমার ইগোর চেয়ে অনেক বড়। তোমাদের ভালোবাসি সবসময়।

এরপর এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি কোনো ছোট ছেলে না যে অপমান সহ্য করব। আমি ৫১ বছর বয়সী, জীবনের দ্বিতীয় পর্বে আছি। হাজার হাজার দর্শকের সামনে আমার ছেলের বয়সী ছেলে আমাকে হুমকি দিচ্ছে ভাষার নামে- এটা সহ্য করা যায় না।

তিনি আরও লিখেছেন, ‘কনসার্টের ঠিক প্রথম গান শেষ হওয়ার পরেই ঘটনাটা ঘটে। আমি তখন বলেছিলাম, এটা তো মাত্র শুরু, একটু ধৈর্য ধরো, আমি তোমাদের নিরাশ করব না। কিন্তু ওরা থামেনি, বরং আরও উসকানি দিতে থাকে।’ 

আত্মপক্ষ সমর্থন করে তিনি আরও বলেন, আমি খুব ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এরপরও যারা আমার বিরুদ্ধে কথা বলছে, তাদের জিজ্ঞেস করুন- এখানে আসলে দোষটা কার?’

কিন্তু তার এ ব্যাখ্যায় জল ঘোলা হওয়া থামেনি। একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এমনকি বেঙ্গালুরুর স্থানীয় থানায় পুলিশের সামনে তাকে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

একসময় কন্নড় সিনেমায় একের পর এক হিট গান উপহার দেওয়া এই গায়কের এমন মন্তব্যে দুঃখ প্রকাশ করলেও বিতর্কের ঢেউ এখনো থামেনি। বলাই যায়, সুরের মঞ্চে এক ভুল উচ্চারণ সনু নিগমকে ফেলে দিয়েছে কড়া সমালোচনার মুখে।

আরবি/নক

Link copied!