সংযুক্ত আরব আমিরাতের আল আইনে শুরু হওয়া এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই বাজিমাত করলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।
গতকাল অনুষ্ঠিত খেলায় তিনি সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওকে পরাজিত করেন।
তবে, প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের অন্য দাবাড়ুরা হলেন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ এবং নারী বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম – প্রথম রাউন্ডে জয়ের মুখ দেখতে পাননি।
২৪০৩ রেটিং নিয়ে খেলা নীড় ২৬০১ রেটিংধারী সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে শুভ সূচনা করেন। আজ দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ কাজাখস্তানের আনসাত।
সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই নয় রাউন্ডের টুর্নামেন্টের উন্মুক্ত বিভাগে শীর্ষ ১২ জন দাবাড়ু বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবেন।
এর আগে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২০০৭ সালে এই প্রতিযোগিতায় ভালো ফল করে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আপনার মতামত লিখুন :