ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

নয়াদিল্লিতে ৩ বাংলাদেশি আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:৫৫ পিএম
ছবি-সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশের ফরেনার্স সেল বিভাগ।

বিবৃতিতে বলা হয়, ভারতের রাজধানীর বিভিন্ন এলাকায় নথিবিহীন বাসবাসরত বাংলাদেশিদের ধরতে সম্প্রতি ‘অপারেশন ফেস ওয়াশ’ নামের একটি অভিযান শুরু করে দিল্লি পুলিশ।

এরই ধারাবাহিকতায় অভিযানের আওতায় শুক্রবার ভোর বেলায় নয়াদিল্লির আজাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

জানা যায়, আটক এসব বাংলাদেশি সবাই পুরুষ। তারা নারী সেজে যৌন ব্যবসা চালাতেন। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোনও উদ্ধার করেছে পুলিশ। সেগুলোতে ভারত কর্তৃক নিষিদ্ধ আইএমও অ্যাপ পাওয়া গেছে। এই অ্যাপ দিয়ে বাংলাদেশে যোগাযোগ রাখতেন তারা।

আটকরা হলেন- মাকসুদা আলি ওরফে মো. মাসুম (৪০), আবদুল হাকিম ওরফে জেলি (৩৩) এবং ফাহিম ওরফে পায়েল (২১)।

বিবৃতিতে বলা হয়, তারা আড়াই বছর আগে সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন। সেখান থেকে দিল্লিতে আসেন এবং হিজড়া সেজে দেহ ব্যবসা ও অর্থ সংগ্রহের কাজ শুরু করেন।

এ বিষয়ে দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে।