গত কয়েক দিনের ভয়াবহ বন্যায় ডি আর কঙ্গোর পূর্ব টাঙ্গানইকা হ্রদের তীরবর্তী কাসাবা গ্রামে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
স্থানীয় এক কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, সংকটময় এই অবস্থার মধ্যেই মধ্য আফ্রিকার কঙ্গোতে এই প্রাকৃতিক দুর্যোগ বন্যার আবির্ভাব ঘটেছে। ২০২৫ সালের শুরু থেকেই রুয়ান্ডা-সমর্থিত ‘এম২৩’ বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে। ফলে বছরের প্রথম দুই মাসেই নিহত হয়েছেন হাজারো মানুষ।
দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক স্যামি কালোদজি সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, শনিবার রাত পর্যন্ত দুর্গত অঞ্চল থেকে পাওয়া প্রতিবেদনে ‘১০০ জনের বেশি মৃত্যুর’ কথা উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাটি এখনো কিনশাসা সরকারের প্রশাসনের অধীনে রয়েছে। অর্থাৎ এলাকাটি এম২৩ বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।
দক্ষিণ কিভু প্রাদেশিক সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানইয়া এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে টানা প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কাসাবা নদীর পানি উপচে পড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ৬২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, কাসাবা এলাকা শুধু টাঙ্গানইকা হ্রদ হয়েই যাওয়া যায়। সেখানে কোনো মুঠোফোন নেটওয়ার্কও নেই। তাই ত্রাণ কার্যক্রম পৌঁছাতে দেরি হতে পারে।