ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

গাজায় ৮ শিশুসহ নিহত ২৬

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:৪১ এএম
গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের টানা হামলায় আবারও প্রাণ গেলো অন্তত ২৬ জন ফিলিস্তিনির। এদের মধ্যে ৮ জন শিশু ছিল বলে জানা যায়।

রোববার (১১ মে) দিনভর ও রাতে ড্রোন ও বিমান হামলা চালানো হয়।

চিকিৎসা ও স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল আশ্রয় নেওয়া সাধারণ মানুষ ও শিশুদের তাঁবু। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একসঙ্গে অনেক মানুষ জড়ো হয়েছিল আশ্রয়ের জন্য। সেখানে ড্রোন হামলায় মারা যান অন্তত তিনজন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহর ছিল হামলার প্রধান লক্ষ্য। শহরের এক তাঁবুতে বাবা ও ছেলেকে হত্যা করা হয়। আরেক তাঁবুতে দুই শিশু সহ চারজন মারা যান।

আল-মাওয়াসি এলাকায় আরও দুটি তাঁবুতে আলাদা হামলায় মারা যান চারজন। তাদের মধ্যে দুইজন ছিল শিশু। ওই এলাকাতেই এক শিশু ও এক তরুণও নিহত হয় ড্রোন হামলায়।

পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনারা ভারি গোলাবর্ষণ করেছে। গাজা শহরেও গোলার আঘাতে এক শিশু মারা যায়।

গাজার আল-তুফাহ এলাকায় বিমান ও গোলাবর্ষণে বহু আবাসিক ভবন ভেঙে পড়েছে। জাবালিয়ার ওল্ড গাজা রোডে একটি মসজিদে হামলায় আহত হন দুইজন।

একটি গাড়িতে বিমান হামলায় নিহত হন চারজন। গাজা শহরের আরেক হামলায় নিহত হয়েছেন পাঁচজন, যার মধ্যে একটি ছোট মেয়ে ছিল।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মারা গেছেন ৫২ হাজার ৮০০ জনের বেশি মানুষ। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।