বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১২:০৯ পিএম

৩০ হাজার কোটি ডলারের রেকর্ড চুক্তি সৌদি-যুক্তরাষ্ট্রের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১২:০৯ পিএম

৩০ হাজার কোটি ডলারের রেকর্ড চুক্তি সৌদি-যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল অঙ্কের বাণিজ্যচুক্তি করেছে সৌদি আরব। দুই দেশের মধ্যে নতুন করে স্বাক্ষরিত এসব চুক্তির আর্থিক পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি ডলার। 

জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি ও পরিকাঠামো খাতে এসব বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৪ মে স্থানীয় সময়) সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘মার্কিন-গালফ সম্মেলনে’ অংশ নিতে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সম্মেলন শেষে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি হয়।

এক বিবৃতিতে মোহাম্মদ বিন সালমান জানান, ‘সৌদি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ৯২ বছরের পুরোনো। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এবার নতুন করে আরও ৩০ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের লক্ষ্য, আগামী চার বছরের মধ্যে এই পরিমাণ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছানো।’

সৌদি বিনিয়োগমন্ত্রী জানান, নতুন চুক্তির আওতায় দুই দেশ প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির খাতে যৌথভাবে কাজ করবে। এতে সৌদির ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে সহায়তা মিলবে এবং দেশটির অর্থনীতি তেলের ওপর নির্ভরশীলতা থেকে ধীরে ধীরে সরে আসবে।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। ২০১৭ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবেই প্রথম সফরে যান তিনি। 

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়লাভের পর এবার আবারও সৌদি সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজের কার্যক্রম শুরু করলেন ট্রাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!