চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহে বার্ষিক ‘হান কুয়াং’ সামরিক মহড়ার প্রস্তুতি শুরু করেছে তাইওয়ান সরকার। দ্বীপটি ইতোমধ্যেই এমন এক লড়াইয়ের মুখে পড়েছে, যেখানে গুলি না ছুটলেও যুদ্ধ চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ৯ জুলাই থেকে ১০ দিন ও নয় রাত ধরে চলা সর্ববৃহৎ এই যুদ্ধ মহড়া তাইওয়ান এবং এর বাইরের দ্বীপপুঞ্জ জুড়ে হবে। ২২ হাজারের বেশি রিজার্ভ সৈন্য মোতায়েন করা হবে এবং এই মহড়া দ্বীপব্যাপী বেসামরিক প্রতিরক্ষা মহড়ার সঙ্গে একযোগে পরিচালিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন নিউজউইক।
প্রতিবেদেন বলা হয়েছে, তাইওয়ান প্রণালিজুড়ে সংঘাতের ঝুঁকি বৃদ্ধির পটভূমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হান কুয়াং মহড়া। এটি একটি ফ্ল্যাশ পয়েন্ট, যা তাইওয়ানের ভবিষ্যত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে বড় যুদ্ধে টেনে আনতে পারে।
তাইপেইয়ের আপত্তি সত্ত্বেও চীন তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রও তাইওয়ানের রাষ্ট্রত্বকে স্বীকৃতি দেয় না, তবে কয়েক দশক ধরে চলমান এই বিরোধের শান্তিপূর্ণ সমাধানে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকা রয়েছে। মার্কিন আইন অনুসারে তাইপেইকে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে নিজেকে সশস্ত্র করতে সাহায্য করতে বাধ্য।
চলতি বছরে এই মহড়ার পরিমাণ ও পরিধি দ্বীপটির বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন। একই সঙ্গে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ থেকে পাওয়া কিছু শিক্ষা যেমন অসম শক্তির ব্যবস্থাপনা ও আঞ্চলিক প্রতিরক্ষার কৌশল, সেগুলো কাজে লাগানোর ইচ্ছাও এতে দেখা যায়।

তাইওয়ানের প্রতিরক্ষা প্রধান ওয়েলিংটন কু বলেন, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি বছরের হান কুয়াং মহড়ায় যোগদানের জন্য অতিরিক্ত সাত হাজার রিজার্ভ সৈন্যকে আহ্বান জানাচ্ছে। যুদ্ধকালীন সময়ে রিজার্ভ সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে কত সময় লাগবে, তা মূল্যায়ন করাই এর অন্যতম উদ্দেশ্য।
তাইওয়ানের সশস্ত্র বাহিনীতে বর্তমানে মাত্র ১ লাখ ৫০ হাজারের কিছু বেশি সদস্য রয়েছে, যেখানে চীনের স্থায়ী সেনাবাহিনীতে রয়েছে ২০ লাখেরও বেশি সৈন্য। তুলনায় অনেক ছোট হলেও, তাইওয়ানের বাহিনী একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাগত ভূমিকা পালন করে।
এ বছর দ্বীপটির আশপাশে সামরিক মহড়া আগের বছরের চেয়ে দ্বিগুণ সময় ধরে চলবে। এই মহড়ায় জীবন্ত গোলাবারুদ ব্যবহার করা হবে এবং এতে ‘ধূসর এলাকা’ পরিস্থিতি মোকাবেলার অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে, যেখানে সরাসরি যুদ্ধ না হলেও উত্তেজনা থাকে। একই সঙ্গে, মহড়ায় অবতরণ ঠেকানোর যৌথ অভিযান ও দ্বীপের কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরক্ষার ঘাটতি দূর করার চেষ্টাও করা হবে।
তাইওয়ানের সেনাবাহিনী দেশীয়ভাবে তৈরি বিমান-বিধ্বংসী, জাহাজ-বিধ্বংসী ও স্থল-আক্রমণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সম্প্রতি কেনা মার্কিন নির্মিত হিমার্স রকেট লঞ্চারের আরেকটি পরীক্ষা চালাবে বলে ধারণা করা হচ্ছে।
এবার প্রথমবারের মতো, একটি জনপ্রিয় দোকান চেইন মানবিক সহায়তা বিতরণের কাজে নাগরিক প্রতিরক্ষা মহড়ায় অংশ নেবে। শহরাঞ্চলে অন্যান্য প্রশিক্ষণের মধ্যে থাকবে বিমান হামলার সময় করণীয় ও দিনে সরিয়ে নেওয়ার মহড়া।
৪১তম ‘হান কুয়াং’ মহড়াটি এমন সময় হচ্ছে, যখন তাইওয়ান প্রণালিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এরই মধ্যে ১০টি পরিকল্পিত ভাষণের মধ্যে চারটি দিয়েছেন। তিনি চাইছেন তাইওয়ানের জনগণ যেন চীনের চাপের মুখে আত্মসমর্পণ না করে।
চীনা সরকার এই সপ্তাহে প্রেসিডেন্ট লাইকে ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে আখ্যা দিয়েছে এবং অভিযোগ করেছে যে, তিনি ‘তাইওয়ান প্রণালিতে সংঘর্ষ উসকে দিচ্ছেন’।
ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা বিষয়ক সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষা সচিব ও বর্তমানে ম্যারাথন ইনিশিয়েটিভ থিঙ্ক ট্যাঙ্কের অধ্যক্ষ এলি র্যাটনার তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সিকে বলেছেন, ‘তাইওয়ান সঠিক পথে রয়েছে। কিন্তু প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে আরও দ্রুত এবং বেশি সম্পদ অর্জন করা দরকার।’
এদিকে, চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চেন বিনহুয়া এক বিবৃতিতে বলেন, “তাইওয়ান প্রণালির দুই পাড় একই চীনের অংশ। আমরা আশা করি তাইওয়ানের সাধারণ মানুষ ‘তাইওয়ানের স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরোধিতা করবে। নিজেদের কল্যাণ এবং জাতীয় ঐক্যের স্বার্থে প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।”
৪১তম বার্ষিক ‘হান কুয়াং’ সামরিক মহড়া চলবে ৯ থেকে ১৮ জুলাই পর্যন্ত। এছাড়া জুলাইয়ের শেষ ও আগস্টে তাইওয়ানের প্রায় এক-চতুর্থাংশ বর্তমান সংসদ সদস্য ভোট প্রত্যাহারের মুখে পড়বেন। এর মধ্যে কুওমিনতাং বিরোধী দলেরও অনেক সদস্য রয়েছেন। এই নজিরবিহীন উদ্যোগ আগামী ২০২৮ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগেই দ্বীপটির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন