ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

ভারতের সাম্প্রতিক উত্তেজনা ‘পূর্বপরিকল্পিত যুদ্ধের চিত্রনাট্য’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৪:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ অভিযোগ করেছেন যে, ভারতের সাম্প্রতিক সামরিক তৎপরতা একটি পূর্বনির্ধারিত যুদ্ধের চিত্রনাট্যের অংশ। 

ইসলামাবাদে ‘ইউম-ই-তাশাক্কুর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, পুলওয়ামার ঘটনার পরপরই ভারতীয় সরকার ও গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে। বারবার সতর্ক করার পরও ভারত আগ্রাসনের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ, এমনকি নারী ও শিশুদেরও লক্ষ্যবস্তু বানায়। 

তিনি বলেন, ভারতের এই আচরণ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তবে রাষ্ট্রদূত স্বীকার করেন যে, এই অঞ্চলে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিজওয়ান সাঈদ শেখ আরও অভিযোগ করেন, ভারতীয় সংসদে ‘অখণ্ড ভারত’ ধারণার ভিত্তিতে বিতর্কিত মানচিত্র উপস্থাপন দেশটির সম্প্রসারণবাদী মনোভাবের প্রমাণ।

পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ২২ এপ্রিল থেকে ভারত সরকারের কাছে নির্দিষ্ট তথ্য-প্রমাণ চেয়ে এলেও ভারত সেগুলোর জবাব দিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি জানান।

মসজিদের ওপর হামলার মতো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ভারতের কিছু সাম্প্রতিক পদক্ষেপ ছিল অত্যন্ত উসকানিমূলক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী।

বক্তব্যের শেষাংশে রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, পাকিস্তান সমস্যার সমাধানে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেয়, কিন্তু ভারতের আগ্রাসী মনোভাব শান্তিপূর্ণ আলোচনা প্রক্রিয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: জিও নিউজ