ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৩:১৭ পিএম
সংঘর্ষে বিধ্বস্ত দুটি হেলিকপ্টার ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের ইউরা এলাকায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 

স্থানীয় পুলিশ জানায়, শনিবার (১৭ মে) হেলিকপ্টার দুটি এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে ফিনল্যান্ডের পাইকাজারভির উদ্দেশ্যে একসঙ্গে যাত্রা করেছিল। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী, একটি হেলিকপ্টারে ছিল দুজন এবং অন্যটিতে ছিল তিনজন। যাত্রাপথে ইউরা বিমানবন্দরের কাছাকাছি এ দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ আরও জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন।

ফিনিশ সংবাদমাধ্যম ইলতালেহতি জানায়, দুর্ঘটনার সময় একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দেয়। পরে একটি দ্রুত গতিতে নিচে পড়ে যায় এবং অন্যটি ধীরে ধীরে মাটিতে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেন গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো শব্দ শুনতে পাইনি, শুধু দেখেছি, একটা যেন পাথরের মতো নিচে পড়ে গেল।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ।