পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ‘ভারতের মদদপুষ্ট’ সন্ত্রাসী সংগঠনের ১২ জন সদস্য দেশটির নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে নিহত হয়েছেন। অপন্যদিকে এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্যও শহিদ হয়েছেন।
সোমবার (১৯ মে) পাকিস্তান গণমাধ্যম দ্য ডন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) বিরুদ্ধে অভিযান চালানো হয়।
খাইবার পাখতুনখোয়ার চারটি জেলায় অভিযান চালানোর সময় ৯ সন্ত্রাসীকে নির্মূল করা হয়। এ ছাড়াও বেলুচিস্তানের অভিযানে সন্ত্রাসী নেতাসহ নিহত হয়েছেন ৩ জন।
আইএসপিআর জানায়, অভিযানে নিহত ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও বেসামরিক নাগরিকদের টার্গেট কিলিংয়ে জড়িত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে এবং সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিহ্ন করতে এখনো চিরুনি অভিযান চলছে।
এপ্রিল মাসে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করে বলেন, ভারত তার অ্যাসেট বা মদদপুষ্ট সন্ত্রাসীদের সক্রিয় করেছে এবং পাকিস্তানে হামলা জোরদার করছে। তার দাবি, এই হামলা পরিচালনায় ভারতীয় সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত।