ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

অভিষেকের সঙ্গে বিবাদ, বড় শাস্তির মুখে দিগ্বেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৪:৩২ পিএম
অভিষেক শর্মার সঙ্গে মাঠে বিবাদের জের ধরে শাস্তির মুখোমুখি হলেন দিগ্বেশ। ছবি- সংগৃহীত

সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে মাঠে বিবাদের জের ধরে এই শাস্তির মুখোমুখি হলেন দিগ্বেশ। আইপিএলে মাত্রাতিরিক্ত উদযাপনের জন্য লখনৌ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও দিতে হবে। এবং অভিষেক শর্মাকেও তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। হায়দরাবাদের ইনিংস চলাকালীন, দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা মাত্র ১৮ বলে অর্ধশতরান করেন। 

অষ্টম ওভারে লখনৌ অধিনায়ক ঋষভ পান্ত বল তুলে দেন দিগ্বেশের হাতে। দিগ্বেশের তৃতীয় বলে অভিষেককে আউট করার পরই বিতর্কের সূত্রপাত হয়।

অভিষেককে আউট করার পর দিগ্বেশ তার দিকে হাত নেড়ে দ্রুত মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। এরপর তিনি তার নিজস্ব ‘নোটবুক সেলিব্রেশন’ও করেন।

নাটক এখানেই থামেনি। অভিষেক যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন দিগ্বেশ তাকে আবারও কিছু বলেন। দিগ্বেশের কথায় অভিষেক মেজাজ হারান। 

তিনি দিগ্বেশের দিকে এগিয়ে যান এবং হেলমেট খুলে কিছু বলেন। দিগ্বেশও পাল্টা জবাব দেন। মনে করা হচ্ছে, লখনৌয়ের স্পিনার অভিষেকের উদ্দেশে বলেন, ‘আমি তো তোমাকে কিছুই বলিনি।

তোমার সমস্যা হচ্ছে কেন?। অভিষেক প্রতিবাদ চালিয়ে যান এবং বিষয়টি আরও দূরে গড়ানোর আগেই মাঠের দুই আম্পায়ার হস্তক্ষেপ করেন। তারা দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। 

লখনৌয়ের সতীর্থরা দিগ্বেশকে সরিয়ে নিয়ে যান এবং একজন আম্পায়ার অভিষেককে প্রায় ডাগআউট পর্যন্ত পৌঁছে দেন। এমনকি ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও দু'জনকে কথা বলতে দেখা যায়, যেখানে অভিষেকের মুখে স্পষ্ট বিরক্তি দেখা যায়।

এই আইপিএলেই দিগ্বশেরের অভিষেক হয়েছে। এর আগেও ব্যাটারকে আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’-এর জন্য তাকে বারবার জরিমানা করা হয়েছে। তবে তিনি থামেননি।

এবার মাত্রা ছাড়িয়ে তিনি ব্যাটারকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন, যা তার জন্য বড় শাস্তির কারণ হলো।