২০২৫ সালের জুন মাসের মাঝামাঝিতে কানাডার আলবার্টা প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। তবে দেশটির সঙ্গে সম্পর্ক ভালো না থাকার কারণে সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এখনো পর্যন্ত মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না। ফলে ২০১৮ সালের পর এই প্রথম তিনি এই ধরনের আয়োজনে যোগ দেওয়া থেকে বিরত থাকছেন।
এনডিটিভি আরও জানায়, কানাডার আলবার্টা প্রদেশে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত জি-৭ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
সূত্রগুলো জানিয়েছে, এখনো পর্যন্ত কানাডা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে কোনো আমন্ত্রণ পাঠায়নি। তবে আমন্ত্রণ এলেও মোদি এই সফরে যেতেন না, কারণ ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে, এমন সফরের আগে ব্যাপক প্রস্তুতি ও পদক্ষেপের প্রয়োজন হতো।
মূলত জি-৭ এর বর্তমান সভাপতি কানাডা। এ সংগঠনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান রয়েছে এবং এবার আয়োজক হিসেবে সম্মেলনের আয়োজন করছে কানাডা।
উল্লেখ্য, ভারত ও কানাডার সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে মোড় নেয় ২০২৩ সালে। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার প্রমাণ রয়েছে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন