ইসরায়েলে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ পুনরায় শুরু করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দুই ঘণ্টার বেশি সময় ধরে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিবের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান।
রোববার (১৫ জুন) ইরানের স্থানীয় সময় ভোর ৩:৩৪ মিনিটে তেল আবিবে এ হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রেডিও তেহরান।
এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, ইসরায়েলি যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন সুবিধা এবং জ্বালানি সরবরাহ লাইনে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।
অভিযান পুনরায় শুরু হওয়ার পর প্রচারিত ছবিতে দেখা গেছে, ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বহু-স্তরীয় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে সরাসরি আঘাত করছে। ইরানের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক ও গোয়েন্দা সুবিধা, শিল্প স্থাপনা, যুদ্ধবিমান উৎপাদন সুবিধা এবং তেল আবিব সরকারের সাথে সম্পর্কিত অন্যান্য কৌশলগত স্থাপনা।
এর আগে, শনিবার (১৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ‘ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, যার পরিণতি তাদের জীবন অন্ধকার করে দিতে পারে।’
কঠোর প্রতিশোধের বার্তা দিয়ে খামেনি বলেন, ‘ইরান এ হামলার জবাব হালকাভাবে দেবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘আমরা তাদের প্রতি কোনো সহনশীলতা দেখাব না। কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তা নেওয়া হবেই। আমাদের ইসলামী প্রজাতন্ত্র ও আল্লাহর অনুগ্রহে, ইহুদিবাদী সরকারকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ।’
জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আয়াতুল্লাহ খামেনি দাবি করেন, পুরো ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনী এই প্রতিশোধে একাত্মতা গ্রহণ করবে। আমাদের সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পেছনে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের জবাব দেব।’
একই দিনে ইসরায়েলের ১০টি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটি।
এদিকে, ইসরায়েলের পুলিশ জানিয়েছে, শনিবার (১৪ জুন) গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চারজন নিহত হয়েছেন। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে তিনজনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ‘সরাসরি আঘাতে অস্ত্র পড়ে’ ৪০ বছর বয়সি দুই নারী, ২০ বছর বয়সি এক নারী এবং ১৩ বছর বয়সি এক কিশোরী নিহত হয়েছে। অনেক বাসিন্দা আহত হয়েছেন, জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে ঘটনাস্থলে রয়েছেন।
এমডিএ এবং ইসরায়েলি পুলিশের মতে, ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ঢেউয়ে, মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে তিনজন নিহত হয়েছেন।
এমডিএ জানিয়েছে, একটি ভবনে আঘাত হানার সময় প্রায় ৬০ বছর বয়সি এক মহিলা নারী হয়েছেন এবং এর আশপাশের অনেক ভবনের ক্ষতি হয়েছে। এই হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ১০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন