ইসরায়েলিরা দীর্ঘদিন ধরেই ইরানকে ‘এক নম্বর শত্রু’ হিসেবে দেখে আসছে। কারণ হামাস এবং হিজবুল্লাহকে অর্থায়ন, সহায়তা ও উসকানি দেওয়ার ক্ষেত্রে ইরানের ভূমিকা রয়েছে। তাই তেহরানের বিরুদ্ধে এই যুদ্ধের জন্য ইসরায়েলিদের সাধারণ সমর্থন থাকলেও বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আস্থা নেই ইসরায়েলিদের বলে জানিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ওরি গোল্ডবার্গ বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে ‘কোনো দৃশ্যমান চূড়ান্ত লক্ষ্য’ নেই।
তিনি বলেন, ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় সমস্যায় নেতানিয়াহু জর্জরিত থাকার কারণেই নেতানিয়াহু সরকারের প্রতি আস্থা নেই ইসরায়েলিদের। তবে তারা চলমান অভিযান পরিচালনার জন্য সামরিক বাহিনীর ওপর আস্থা রাখে।
গত শুক্রবার (১৩ জুন) ভোররাত থেকে ইসরায়েলের চালানো হামলায় ইরানে ২৪০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে।
এ ছাড়া ইরানের হামলায় ইসরায়েল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
এদিকে, ইরানের হামলায় ইসরায়েলের বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে করে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এখানে আছি কারণ আমরা একটি অস্তিত্ব রক্ষার লড়াই করছি এবং আমি মনে করি, এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক তা বুঝতে পারছে।’


-20250615212038.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন