শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:০২ পিএম

গাজা অভিযানে ‘নিজেদের গুলিতে’ ৩১ ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:০২ পিএম

গাজা অভিযােনে ইসরায়েলি সৈন্যরা। ছবি- সংগৃহীত

গাজা অভিযােনে ইসরায়েলি সৈন্যরা। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ‘নিজেদের গুলিতে’ অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনীর নিজস্ব সংবাদমাধ্যম আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৪০ জন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন বিভিন্ন ‘অপারেশনাল দুর্ঘটনায়’ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩১ জন নিহত হয়েছেন বা ভুল গুলিবর্ষণে, ২৩ জন গোলাবারুদের দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানচাপায় এবং ৬ জন নিহত হয়েছেন অজ্ঞাত উৎসের গুলিতে।

এছাড়া, গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর পুনরায় অভিযান শুরু করলে ওই সময় থেকে এখন পর্যন্ত আরও ৩২ জন সেনার মৃত্যু হয়, যার মধ্যে দুইজন অপারেশনাল দুর্ঘটনার শিকার হয়েছেন। এ সময় কর্মক্ষেত্রে নানা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন সেনা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এমন একটি দুর্ঘটনা ঘটে ঘটলেও এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের ৮৮২ সেনা নিহত এবং ৬ হাজার ৩২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক আহ্বান সত্ত্বেও, ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

এরই মধ্যে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।

Shera Lather
Link copied!