শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০১ পিএম

সিরিয়ায় এক সপ্তাহে ৩০০ ধ্রুজসহ মৃতের সংখ্যা ৬০০

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০১ পিএম

গোলান মালভূমিতে ধ্রুজ সম্প্রদায়ের লোকজন। ছবি: সংগৃহীত

গোলান মালভূমিতে ধ্রুজ সম্প্রদায়ের লোকজন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ৬০০ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ধ্রুজ সম্প্রদায়ের সদস্য বলে জানায় সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয় , দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন। গত রোববার থেকে সুয়েইদা প্রদেশে এই ভয়াবহ সহিংসতা শুরু হয়।

এসওএইচআর-এর তথ্যমতে, নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ধ্রুজ গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে ১৪৬ জন যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক নাগরিক। এর মধ্যে অন্তত ৮৩ জনকে সরকারি বাহিনী সরাসরি হত্যা করেছে বলেও উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থাটি।

এ ছাড়া সহিংসতায় সরকারি বাহিনীর ২৫৭ জন সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন। পাল্টা হামলায় ধ্রুজ যোদ্ধারা ৩ জন বেদুইন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলেও জানায় এসওএইচআর।

তবে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস নামে অন্য একটি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার দক্ষিণাঞ্চলে চলমান এই সহিংসতায় অন্তত ১৬৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা নথিভুক্ত করেছে। আর সিরিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী মোট নিহতের সংখ্যা প্রায় ৩০০।

এ ছাড়া, ইসরায়েল সিরিয়ার ড্রুজদের রক্ষার অজুহাতে সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এবং এতে আরও ১৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন। ইসরায়েল জানায়, তারা শুধু ড্রুজদের সুরক্ষা দিতে এবং সরকার বাহিনীকে সুয়েইদা থেকে সরাতে এই হামলা চালিয়েছে।

এর আগে গত সোমবার থেকে সরকারি বাহিনীর ইসলামপন্থি নেতৃত্বাধীন অংশ সুয়েইদা শহরে প্রবেশ করে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে’ চেষ্টা করে। কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং ধ্রুজ সমাজের ভেতরেও বিভক্তি দেখা দেয়।

সিরিয়ার ধ্রুজ সম্প্রদায় শিয়া ইসলাম থেকে উদ্ভূত একটি ধর্মবিশ্বাস অনুসরণ করে এবং তারা সিরীয় সরকারের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরেছে। প্রভাবশালী ধ্রুজ নেতা শেইখ হিকমত আল-হাজরি সরকারি বাহিনীর গ্যাংদের হাত থেকে সুয়েইদা প্রদেশ সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ধ্রুজ সম্প্রদায়ের একাংশ সিরিয়ার নতুন ইসলামপন্থি সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে।উল্লেখ্য, ইসরায়েল ও দখলকৃত গোলান মালভূমিতে ধ্রুজদের একটি উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে।

Shera Lather
Link copied!