শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৫:১৯ পিএম

গাজাবাসীকে হত্যায় পেরেকভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করছে ‘ইসরায়েল’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৫:১৯ পিএম

অবরুদ্ধ গাজায় ‍‍`ইসরায়েলি‍‍` হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ‍‍`ইসরায়েলি‍‍` হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ইসরায়েলি’ হামলার এক ভয়াবহ তথ্য উঠে এসেছে। হামলা চালাতে পেরেকভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করছে ‘ইসরায়েলি’ বাহিনী। বিস্ফোরণের সময় উচ্চগতিতে ছিটকে যাওয়া পেরেকের ধাতব টুকরাগুলো শরীরের ঢুকে অভ্যন্তরীণ রক্তপাত ঘটায়, ফলে মৃত্যু ঘটে অধিকাংশ মানুষের। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে শুক্রবার এ খবর জানানো হয়েছে।

এই পেরেকভর্তি ড্রোন মিসাইলের হামলায় এরই মধ্যে অনেক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছেন, যেসব শিশু গুরুতর দগ্ধ এবং ছিটকে পড়া ধাতব টুকরার আঘাতে আহত হয়েছে, তাদের প্রাণ বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে।

আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেছেন, “গাজায় বাস্তবে যা ঘটছে, যেভাবে সাধারণ মানুষ হতাহত হচ্ছে, শিশুদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, তা ‘ইসরায়েলি’ সামরিক বাহিনীর প্রচারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

এদিকে গাজায় লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, ‘ইসরায়েলের’ টানা হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ‘ইসরায়েলি’ বাহিনীর হামলায় আরও ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৬৭ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।

আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কেবল মানবিক সাহায্য নিতে গিয়ে ‘ইসরায়েলি’ বাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এ ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু ১৮ মার্চ থেকে ‘ইসরায়েল’ আবারও পূর্ণ মাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গত চার মাসে ‘ইসরায়েলি’ বাহিনীর হামলায় গাজায় ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং প্রায় ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।

Shera Lather
Link copied!