ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে আজ শুক্রবার সভা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে সভাস্থলে পৌঁছানোর আগেই ঘটল বিপত্তি। সভা শুরুর আগে মঞ্চ থেকে ৫০ মিটার দূরে হঠাৎ করেই অগ্নিকাণ্ড ঘটে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সভাস্থলে আগুন লাগার পরই ঘটনাস্থলের সামনে দর্শক সারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যে মঞ্চের সামনে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও বলা হয়, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুরে এই সভা হওয়ার কথা নরেন্দ্র মোদির। তবে বিকেল ৪টায় বিহার থেকে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে মোদির বিমান। এরপর দুর্গাপুরের সভাস্থলের উদ্দেশে রওনা দেন তিনি।
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনের কথা ভেবেই তিনি এ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে। বিহারে নির্বাচনি প্রচারের পর তিনি দুর্গাপুরের এই সভায় যোগ দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :